
মধ্যরাতে বান্ধবীর সঙ্গে বচসার সময় সার্ভিস রিভলভার থেকে চলল গুলি, আহত আইসি
চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে বচসার মধ্যেই গুলি চলেছে জয়ন্তবাবুর গাড়ির ভিতরে। যে গুলিতে আহত হয়েছেন তিনি নিজে। প্রাথমিকভাবে অসাবধানতায় গুলি চলেছে বলে দাবি করা হলেও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি জেলা পুলিশ। জানা গিয়েছে, চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের সঙ্গে যে মহিলা ছিলেন তিনি হাওড়ার সাঁকরাইলের একটি পানশালার কর্মী। বেশ কিছুদিন ধরে টিনা দাম নামে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল জয়ন্তবাবুর। জানা গিয়েছে, বুধবার ঊর্ধ্বতন আধিকারিককে কিছু না জানিয়েই থানা ছেড়ে বেরোন তিনি। সঙ্গে নেন পুলিশের একটি গাড়ি। এর পর বিভিন্ন শপিং মলে ঘুরে বান্ধবীকে নানা জিনিস কিনে দেন তিনি। এতে মোট খরচ হয় ২৮ হাজার টাকা। এর পর গভীর রাতে এত টাকার জিনিস কেন কিনলেন এই নিয়ে বান্ধবীর সঙ্গে বচসা বাঁধে তাঁর। গাড়ির মধ্যেই জয়ন্তবাবুর ও টিনার হাতাহাতি শুরু হয়ে যায়। তখনই অসাবধানতায় জয়ন্তবাবুর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অভিযোগ। গুলি লাগে জয়ন্তবাবুর হাতে।
