রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে কাঁপিয়ে দেবো! বড় পদক্ষেপের হুমকি আইএমএ-র
বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। একই মর্মে প্রশাসনকে বার্তা ইএমএ রাজ্য শাখার। এবার চরম পদক্ষেপের বার্তা দিল আইএমএ (IMA) বেঙ্গল। শুক্রবার দিল্লি থেকে আইএমএ-র প্রেসিডেন্ট আরভি অশোকান আসছেন ধর্মতলার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে। আরজি করের অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর সঙ্গে দেখাও করবেন তিনি। সাংবাদিক বৈঠকও হতে চলেছে আইএমএ-র পক্ষ থেকে। এদিন সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, ”আমাদের ভাইবোনেরা এভাবে অনশনে বসে জীবন বাজি রেখে লড়ছেন। অথচ উল্টো দিকে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। আমরা শুধু চূড়ান্ত হতাশই নই, বরং ক্ষিপ্ত। আজ বিকেলের মধ্যে যদি সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা না নেওয়া হয়, তা হলে আমরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা গত কালও চিঠিতে এ কথা জানিয়েছিলাম। সরকার পদক্ষেপ না করলে আমরা আজই সাংবাদিক বৈঠকে সেই সিদ্ধান্ত জানাব।” সৌরভ দত্ত বলেন, “এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি সিদ্ধান্ত চরম থেকে চরমতর হতে চলেছে। এই সিদ্ধান্ত গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে কাঁপিয়ে দেবে।”