‘দেশটা ধর্মশালা নয়’, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধাঁচে তৈরি মোদির ‘অভিবাসী বিল’ পাশ লোকসভায়!

লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’। বৃহস্পতিবার লোকসভায় এই বিলের উপর আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, যে ব্যক্তিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হবে, তাদের কোনও ভাবেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বিলটির বিষয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘দেশটা কোনও ধর্মশালা নয়’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ দেশের উন্নয়নে অবদান রাখতে ভারতে আসেন, তবে তাঁকে সবসময় স্বাগত জানানো হবে। যারা পর্যটক হিসেবে, শিক্ষার জন্য, স্বাস্থ্য পরিষেবা দানের জন্য, গবেষণা ও উন্নয়নের জন্য, ব্যবসার জন্য ভারতে আসতে চান, আমি তাঁদের সকলকে স্বাগত জানাই। কিন্তু যারা দেশের জন্য হুমকি বয়ে নিয়ে আসে, আমরা তাদের উপর কড়া নজর রাখব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’ এ দিন এই বিলের উপরে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিতর্ক চলে লোকসভায়। বিলটির বিষয়ে শাহ আরও জানান, এই প্রস্তাবিত আইন দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। অর্থনীতি ও ব্যবসা চাঙ্গা হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাত উৎসাহ পাবে। তিনি বলেন, ‘অভিবাসন কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এটি বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িত। ভারতে ভ্রমণকারী প্রত্যেকের উপর নিবিড় নজরদারি নিশ্চিত করবে এই বিল। তারা কেন ভারতে আসছে এবং কত দিন তারা ভারতে থাকতে চায়, সব জানা যাবে। ভারতে ভ্রমণকারী প্রতিটি বিদেশির সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি।

error: Content is protected !!