রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে গোটা দেশের মত সেজে উঠেছে কলকাতার রেড রোড। রেড রোডের অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় শহরজুড়ে। কিছুক্ষণ আগে সেখানে  পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিকদের পাশাপাশি  বহু স্কুলের পড়ুয়াদের আজকের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। রেড রোডে পতাকা উত্তোলনের আগে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

error: Content is protected !!