ফাইনালে ২৪০ রানে অলআউট টিম ইন্ডিয়া

গত ১০ ম্যাচে দাপটের সঙ্গে খেললেও, মেগা ফাইনালের প্রবল চাপের মুখ চুপসে গেল ভারতের ব্যাটিং। অবশ্য টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ বেগ দিল অস্ট্রেলিয়ার বোলিং এবং ফিল্ডিং। ফলে মাত্র ২৪০ রানে গুটিয়ে গেল ভারত। কেএল রাহুল ১০৭ বলে ৬৬, বিরাট কোহলি ৬৩ বলে ৫৪ ও রোহিত শর্মা ৩১ বলে ৪৭ রান করেন। মিচেল স্টার্ক ৫৫ রানে ৩, প্যাট কামিন্স ৩৪ রানে ২ ও জশ হ্যাজেলউড নিলেন ৬০ রানে ২ উইকেট। এখন দেখার অজিরা ২৪১ রান চেজ করে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই দেখার।

error: Content is protected !!