গম রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র। শুক্রবার গভীর রাতে এই সম্পর্কিত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশীয় বাজারে দাম কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীন বাজারে দামে নিয়ন্ত্রন আনতেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। তবে, পাশাপাশি জানানো হয়েছে, অন্য কোনও দেশের খাদ্যের প্রয়োজনে ভারত সরকার রফতানিতে অনুমতি দেবে। বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। রফতানির ফলে দেশের বাজারে বেড়ে গিয়েছে গমের দাম। আর এরপরেই সরকার দামে লাগাম টানতে গম রফতানি নিষিদ্ধ করেছে। একাধিক রিপোর্টে উঠে এসেছে বর্তমানে MSP-র তুলনায় বাজারে বেশি দামে গম বিক্রি হচ্ছে।

error: Content is protected !!