
বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত। শুভমন গিলের অনবদ্য ১০ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। ২১ বল বাকি থাকতেই জিতল টিম ইন্ডিয়া। ৪৭ বলে ৪১ রান করলেন লোকেশ রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত শতরান শুভমন গিলের। ইংল্যান্ড সিরিজের ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখলেন গিল। ভারতীয় ওপেনার মেরেছেন ৯টি চার এবং ২টি ছয়। একদিনের ফরম্যাটে অষ্টম শতরান গিলের।