
জয়ের হ্যাটট্রিক, নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে সেমি ফাইনালে ভারত
ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫, হেনরি- ৪২/৫)
নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫)
৪৪ রানে জয়ী ভারত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফ্রির শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত। ব্যাট করতে শুরু থেকেই নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে রোহিত শর্মার দল। একটা সময়ে মাত্র ৩০ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। তারপরে অক্ষর প্যাটেল এবং শ্রেয়স আইয়ার ব্যাটিংয়ের হাল ধরেন। অক্ষর ৪২ রানে আউট হলে লড়াই করতে থাকেন রাহুল, শ্রেয়স এবং হার্দিক। শেষ পর্যন্ত ৯৮ বলে ৭৯ রান করে আউট হন শ্রেয়স আয়ার। পান্ডিয়া করেন ৪৫ বলে ৪৫ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ভারত ২৪৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের বলে চাপে পড়ে নিউজিল্যান্ডও। রোহিত শর্মা এদিন ৪ স্পিনার নিয়ে দল সাজিয়েছিলেন। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা স্পিনারই এদিন হয়ে উঠলেন উইলিয়ামসনদের ত্রাস। তিনি বরুণ চক্রবর্তী। হর্ষিত রানার পরিবর্তে এদিন প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের সেরাটা উজার করে দিলেন। তাঁর স্পিনের ফাঁদেই কুপোকাত কিউয়িরা। ২৫০ রানের লক্ষ্য নিয়ে নেমে ২০৫ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড।