চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬ উইকেটে জয়ী ভারত, কোহলি ঝড়ে কুপোকাত পাকিস্তান

পাকিস্তান: ২৪১/১০ (শাকিল-৬২, রিজওয়ান-৪৬, কুলদীপ- ৪০/৩)
ভারত: ২৪৪/৪ (বিরাট-১০০*, শ্রেয়স- ৫৬)
ভারত জয়ী ৬ উইকেটে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আর ওডিআই ক্রিকেটে ৫১ তম শতরান এল বিরাট কোহলির ব্যাটে ৷ ‘কিং’য়ের শতরানে ভর করে পাকিস্তানকে ছয় উইকেটে হারাল ভারত ৷  ৪৫ বল বাকি থাকতে বড় জয় এল ভারতের ৷ ৪২.৩ ওভারে ২৪২ রান তাড়া করল টিম ইন্ডিয়া ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেললেন ভারত । এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। শাকিল ও রিজওয়ানের লড়াইয়ে ২৫০ রানের কাছাকাছি পৌঁছে যায় পাক দল। তবে জবাবে সেই রান তুলতে বিরাট বেগ পেতে হয়নি ভারতকে। রোহিত ২২ রানে প্যাভিলিয়নে ফিরলেও ভরসার ইনিংস খেলেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। আর বিরাট ঝড়ে শেষমেশ তছনছ হয়ে যায় বাবরদের জয়ের আশা। ভারতের কাছে এই হারের ফলে টুর্নামেন্ট থেকে আয়োজক দেশের বিদায়ও একপ্রকার নিশ্চিত হয়ে গেল।