যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়ায় পিছিয়ে এলো মোদি সরকার

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্তে নতুন করে জল্পনা বাড়িয়ে দিল মোদি সরকার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ব্রিটেনের সঙ্গে কোবরা ওয়ারিয়র ২০২২ মহড়া বাতিল করেছে ভারতীয় বায়ুসেনা । টুইট করে ভারতীয় বায়ুসেনা জানায়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ব্রিটেনের সঙ্গে সামরিক মহড়া বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা । উল্লেখ্য, আগামী ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ব্রিটেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সামরিক মহড়া। ব্রিটিশ ব়্যয়াল বিমানঘাটিতে ভারতের পাঁচটি তেজস যুদ্ধবিমান পৌঁছনোর কথা ছিল। ব্রিটিশ বিমানবাহিনীর সঙ্গে কাল্পনিক যুদ্ধের মহড়ার কথা ছিল বিমানগুলির। দুটি দেশের সামঞ্জস্য ও কৌশলগত বোঝাপড়া আরও দৃঢ় করাও এই মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধের আবহে ব্রিটেনের সঙ্গে কোনও সামরিক মহড়ায় যেতে চাইছে না দিল্লি। আর এই সিদ্ধান্তের কারণে রাশিয়ার কাছে একটা নেতিবাচক বার্তা যাবে বলে মনে করছে অনেকে।

error: Content is protected !!