দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধি সকলেই অংশ নিলেন রাবণ দহনে। ছেলে রাহুলের পাশে দেখা গেল মা সোনিয়া গান্ধিকেও। দিল্লির লালকেল্লার সামনে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আয়োজকদের তরফে মোদির হাতে ত্রিশূল এবং গদা তুলে দেওয়া হয়। অন্যদিকে, দিল্লির নিউ শ্রী ধার্মিক লিলা কমিটির দশেরার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ও রাহুল।

error: Content is protected !!