
চ্যাম্পিয়ন ভারতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর সেলিব্রেশন মোডে গোটা দেশ। ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি তৃতীয়বার এই আইসিসি ইভেন্ট জিতল ভারতীয় দল। এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি। নরেন্দ্র মোদি লেখেন,”একটা অসাধারণ ম্যাচ ও অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে নিয়ে আসায় ভারীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। পুরো প্রতিযোগিতায় অনবদ্য ক্রিকেট খেলেছে। এই সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা।” সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন,”আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য হৃদয় থেকে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা। একমাত্র দল হিসেবে ভারত তৃতীয়বার এই প্রতিযোগিতা জিতল। ভারতীয় দলের সকল সদস্যকে শুভেচ্ছা। ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল।” ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে দেরি করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতকে শুভেচ্ছা। একটি উত্তেজক টানটান ফাইনাল ম্যাচ হল। আমাদের ছেলেরা দুরন্ত খেলেছে ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরেছি।”