
রাত ১১টার পর থেকে হয়নি গোলাবর্ষণ, শান্ত নিয়ন্ত্রণ রেখায় চলছে কড়া পাহারা
গত কয়েকদিন ধরে চলতে থাকা উত্তেজনার রেশ বজায় আছে শনিবারও ৷ ভোরে পাক-সেনার তরফে দাবি করা হয়, পাকিস্তানের তিনটি বায়ুসেনা ঘাঁটিতে ভারতের হামলা চালিয়েছে ৷ শনিবার ভোর চারটে নাগাদ পাক-সেনার মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, রাওয়ালপিন্ডির নুর খান, চাকওয়ালের মুরিদ এবং রাফিকি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত । এরপরই খবর আসে পাকিস্তানের ছোড়া বোমায় প্রাণ গিয়েছে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা-সহ ৫ জনের ৷ শনিবার ভোরে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনারের বাড়িতে পাকিস্তানের দিক থেকে আসা বোমা গিয়ে পড়ে । তাতেই তিনি গুরুতর আহত হন। দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ভারত-পাক উত্তেজনার এমন আবহে মধ্যস্থতা করতে চায় আমেরিকা ৷ আরও একবার ট্রাম্প-প্রশাসনের তরফে সেই প্রস্তাব এলো ৷ এবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ফোন করলেন পাক সেনা প্রধান আসিম মুনিরকে ৷ দুই পড়শি দেশের মধ্যে এই সংঘাত দ্রুত বন্ধ করতে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন মার্কো ৷ এর পাশাপাশি চিনও ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার আর্জি জানিয়েছে ৷