
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২০ হাজার ৫৫৭
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার৫৫৭ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘন্টায় একলাফে ২০ হাজারের ঘরে পৌঁছেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জন রোগীর। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি করোনার প্রকোপে মৃত্যুও বাড়ছে দেশে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৬৫৪। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৮ লক্ষ ৩ হাজার ৬১৯ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৮২৫ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০০ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮,৫১৭ জন।