
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের। এই নিয়ে এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় ১,৯১৮ জন সহ এপর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৯০ হাজার ৯২২ জন। অন্যদিকে, গতকাল পর্যন্ত দেশে ১৮৪ কোটি ৩১ লক্ষ ৮৯ হাজার ৩৭৭টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 1, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/KGuakHfksW pic.twitter.com/yIGGJAZ6ct