
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৫ হাজার ১০২
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। মৃত্যু হয়েছে ২৭৮ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫২২ জন। এপর্যন্ত এই রোগে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১২ হাজার ৬২২ জন রোগীর। এদিকে গতকাল পর্যন্ত দেশে মোট ১৭৬ কোটি ১৯ লক্ষ ৩৯ হাজার ২০টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।