
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন। তবে এই সময়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ৭৬ জন। মৃত্যু হয়েছে ১১৯২ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৪৩ হাজার ৫৯ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৬৬ কোটি ৬৮ লক্ষ ৪৮ হাজার ২০৪ জন মানুষের এই রোগের টিকাকরণ হয়েছে।
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
— Ministry of Health (@MoHFW_INDIA) February 1, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/49SEWPx8IO pic.twitter.com/DwUaS2NLf4