গত ২৪ ঘণ্টা দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৫৪১

গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪১ জন। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। এই সময়ে দেশে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ জন রোগীর। এই নিয়ে দেশে করোনার সঙ্গে লড়াইয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ২২৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন করোনা রোগী। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। এপর্যন্ত দেশে মোট ১৮৭ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৭৮১টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

error: Content is protected !!