গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকাল বেশ খানিকটা কম ছিল। করোনা এখনও চোখ রাঙাচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যে। তবে লকডাউনের জেরে দিল্লিতে উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,২০৫ জন। যা এখনও পর্যন্ত দেশে সর্বোচ্চ। ভারতে করোনার বলি মোট ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জন। লকডাউনের ফলে গতকালের পর ফের কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯ জন। 

error: Content is protected !!
00:05