
ড্রোন হামলা রুখবে SDAL -এর ‘ভার্গবাস্ত্র’, ওডিশার গোপালপুরে সফল ট্রায়াল
ভারত-পাক সংঘাতের আবহে চলে এল নতুন কাউন্টার ড্রোন সিস্টেম। পোশাকি নাম ‘ভার্গবাস্ত্র’। শত্রুপক্ষের ড্রোন হামলা রুখতে বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)। ১৩ মে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে ভার্গবাস্ত্র-র সফল ট্রায়াল হল ওডিশার গোপালপুরে। মহাভারতে ‘ভার্গব অস্ত্র’-র উল্লেখ রয়েছে। ব্রহ্মাস্ত্র ও ব্রহ্মশীর অস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা ছিল বিশেষ এই অস্ত্রের। ‘ভার্গবাস্ত্র’ আধুনিক যুগের। তবে কাজে ‘ভার্গব অস্ত্র’-এর সমানই বলে যায়। শত্রুপক্ষের ঝাঁক বেঁধে আসা ড্রোন চিহ্নিত করে ধ্বংস করতে পারে। ৬ কিলোমিটারের আওতায় আসা কোনও আকাশযান-ই ছাড় পাবে না এর হাত থেকে। ভার্গবাস্ত্র প্রথমে শত্রুপক্ষের ড্রোন বা আকাশযানকে শনাক্ত করবে তারপর গাইডেড মাইক্রো মিউনিশনের মাধ্যমে তা ধ্বংস করে দেবে। ৬৪টির বেশি মাইক্রো মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে এই সিস্টেমের। SDAL সূত্রে জানা গিয়েছে, নতুন কাউন্টার ড্রোন সিস্টেমের দাম কম। মোবাইল প্ল্যাটফর্ম-ভিত্তিক সিস্টেম, ফলে সহজে মোতায়েন করা যায়। যে কোনও পরিবেশের জন্য উপয়োগী, এমনকী, উঁচু পার্বত্য এলাকায় তা কাজ করতে পারে। এ দিন গোপালপুরে ভার্গবাস্ত্রের ২টি ট্রায়াল হয়। একটি করে রকেট উৎক্ষেপন করা হয়। একটি ট্রায়ালে দুইটি রকেট স্যালভো মোডে ২ সেকেন্ডের মধ্যে ছোড়া হয়েছে। আগামী দিনে বৃহৎ পরিসরে ড্রোন হামলা রোখার ক্ষেত্রে এই প্রযুক্তি অগ্রণী ভূমিকা নিতে চলেছে বলে দাবি সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের।