‘ডিজিটাল স্ট্রাইক’! এবার পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল উপর ভারতে নিষিদ্ধ

পহেলগাম জঙ্গি হামলার পর ক্রমশই বাড়ছে ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা। এ বার ডিজিট্যাল কোপ পাক প্রধানমন্ত্রীর উপর। পাক সেনার পর এ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলকে ব্যান করল কেন্দ্র। এর আগে পাকিস্তানের ১৬টি ইউ টিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। পহেলগামের বৈসরনে জঙ্গি হামলার পরে সম্প্রতি একাধিক পাকিস্তানি খবর ও পাক বিনোদন মূলক চ্যানেল ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে কেন্দ্রে। বেশ কিছু পাকিস্তানি তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলও আর ভারত থেকে দেখা যাচ্ছে না। সেই তালিকা এ বার জুড়ল খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল। পাক প্রধানমন্ত্রীর এই চ্যানেলে তাঁর বিভিন্ন সভার বক্তৃতার ভিডিয়ো এই চ্যানেলে দেখা যেত। শুক্রবার থেকে চ্যানেলটি খোলার চেষ্টা করলে স্ক্রিনে ভেসে উঠছে একটি বার্তা। যাতে লেখা- ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে অনুপলব্ধ।’ অর্থাৎ দেশের শান্তি বিঘ্নিত করতে পারে এমন কোনও কনটেন্টের অনুমতি দেবে না স্বরাষ্ট্রমন্ত্রক। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলে ব্যানের খাঁড়া নামলেও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সেই অ্যাকাউন্টের বার্তা এখনও ভারতে অ্যাকসেস করা যাচ্ছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ডন নিউজ, সামা টিভি, আরে নিউজ, ইরসাদ ভাটি, বোল নিউজ, জিও নিউজ, সামা স্পোর্টস, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিএনএন, উজায়ের ক্রিকেটের মতো আরও বেশ কিছু চ্যানেল নিষিদ্ধের তালিকায়। নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান আর্মির পিআর চ্যানেলও। এছাড়াও গত কয়েকদিনে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, মায়া আলি, ইকরা আজিজ হুসেন, সনম সইদ, আয়েজা খান, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারত থেকে ব্লক করে দেওয়া হয়েছে।

error: Content is protected !!