টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারালো ভারত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬২ রানে হারাল শ্রীলঙ্কাকে। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। ব্যাট হাতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা ঝড় তোলেন। রোহিত শর্মা, ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের তাণ্ডবে ভারত ২০ ওভারে করে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা থেমে গেল ৬ উইকেটে ১৩৭ রানে।  ২০ ওভারে ভারতের পাহাড়প্রমাণ ১৯৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নিসানকাকে (০) শুরুতেই ফেরান ভুবনেশ্বর কুমার। কামিল মিশারাও (১৩) ভুবনেশ্বর কুমারের শিকার। লিয়ানাগে ব্যক্তিগত ১১ রান আউট হন। তখন শ্রীলঙ্কার রান মাত্র ৩৬। এদিকে তারা হারিয়েছে তিন-তিনটি উইকেট। পরপর উইকেট হারানোর ফলে আগেই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দীনেশ চান্ডিমলকে (১০) ফেরান জাদেজা। শানাকা ফেরেন মাত্র ৩ রানে। করুণারত্নে ২১ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ারের বলে। চারিথ আসালাঙ্কা ৫৩ রানে অপরাজিত থেকে যান। তিনিই শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ রান করেন। ভারতের বিশাল ১৯৯ রান তাড়া করে জেতার মতো ব্যাটিং শক্তি নেই এই শ্রীলঙ্কার। তাদের বোলিং বিভাগও দুর্বল। ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার ২টি করে উইকেট নেন। চাহাল ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন। 

error: Content is protected !!