শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে এশিয়া কাপ জিতল ভারত

এশিয়া কাপের শিরোপা উঠল ভারতের মাথায়। শ্রীলঙ্কা এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরাজের ছয় উইকেটের দাপটে দাসুন অ্যান্ড কোং গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। ভারতের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফরম্যাটে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এদিন পুরো ১৬ ওভারও খেলতে পারল না গতবারের চ্যাম্পিয়ন দল। তার আগেই সব শেষ হয়ে গেল। এশিয়া কাপের সর্বনিম্ন রান তাড়া করতে নেমেছিলেন ঈশান কিশান (২৩) ও শুভমন গিল (২৭)। ১০ উইকেটে তাঁরা ম্যাচ বার করে নেন মাত্র ৬.১ ওভারে। বলের বিচারে (২৬৩ বল হাতে রেখে) রান তাড়া করতে নেমে ভারতের সবচেয়ে বড় জয় এল এদিন। এদিন সিরাজের নিঁখুত লাইন-লেন্থ ও সুইংয়ের মিশেলে হামাগুড়ি দিয়েছে শ্রীলঙ্কার টপ থেকে মিডল অর্ডার। পাথুম নিশঙ্কা (২), সাদিরা সামারাউইকরামা (০), চরিথ আশালঙ্কা (০), ধনঞ্জয় ডি সিলভা (৪) ও দাসুন শনাকারা (০) সিরাজের শিকার হয়েছেন। তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এক উইকেট জসপ্রীত বুমরার। সিরাজ চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করে ফেললেন।  সিরাজই প্রথম ভারতীয় যিনি চার উইকেট নিলেন এক ওভারে। এর পাশাপাশি সিরাজ দ্রুততম বোলার হিসেবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৫ উইকেট নিলেন। তাঁর লাগল মাত্র ১৬টি বল। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি চামিণ্ডা ভাসের। সিরাজ প্রথম ভারতীয় বোলার হিসেবে এশিয়া কাপের ফাইনালে নিলেন ৫ উইকেট। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে নিলেন ছয় উইকেট। কুম্বলে ১৯৯৩ সালে সিএবি জুবিলি টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিয়েছিলেন ছয় উইকেট। এই ম্যাচে যেন জীবনের সেরা ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। একদিনের ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি। একইসঙ্গে প্রথম ভারতীয় বোলার হিসেবে এই ইতিহাস লিখলেন।

error: Content is protected !!