ভারতীয় বায়ুসেনার ইতিহাসে প্রথম, ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের দায়িত্বে মহিলা, শালিজার নারী দিবসে স্বপ্নের উড়ান

 আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এগিয়ে থাকার নতুন খবর সামনে এল। ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের মাথায় বসতে চলেছেন এক মহিলা। তাঁর নাম শ্যালিজা ধামি । এই প্রথম বায়ুসেনার ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের শীর্ষে কোনও মহিলা বসলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, পশ্চিম পাকিস্তান সীমান্তে পাঞ্জাবে সারফেস টু এয়ার মিসাইল স্কোয়াড্রনে দায়িত্ব নিতে চলেছেন। মার্চ মাসের ২৭ তারিখ দায়িত্ব নেবেন।  ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন ধামি। গ্রুপ ক্যাপ্টেন ধামি চিতা ও চিতক হেলিকপ্টারে ফ্লাইয়িং ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করেছেন। তাঁর ২৮০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে। পশ্চিম সেক্টরে হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

error: Content is protected !!