মে মাসে মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন ভারতের শুভাংশু শুক্লা, থাকবেন ১৪ দিন

মে মাসে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাড়ি দেবেন শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম মিশন-৪ (অ্যাক্স-৪) সম্পর্কে এক আপডেটে এ খবর জানিয়েছেন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মিশন পাইলটের ভূমিকা পালন করবেন। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত তিনি। অভিযানে তাঁর সঙ্গী হবেন নাসার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওজ উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু। ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মার ঐতিহাসিক কৃতিত্বের চার দশক পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেবেন শুক্লা। ইসরো ভারতের গগনযান মিশনের জন্য তাঁকে মনোনীত করার পর অ্যাক্সিওম-৪ -এর জন্যও তাঁকে বাছা হয়েছে। মে মাসে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিওম-৪ এর সম্ভাব্য উৎক্ষেপণ হবে। এই অভিযানের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, নাসা এবং অ্যাক্সিওম স্পেস মিলে কাজ করছে। ফ্যালকন-৯ রকেটে মহাকাশে পাড়ি দেবেন শুক্লারা। স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে চেপে তাঁরা পৌঁছাবেন মহাকাশ স্টেশনে। সেখানে ১৪ দিন তাঁদের থাকার কথা। শুভাংশু শুক্লার জন্ম ১৯৮৫ সালের ১০ অক্টোবর। উত্তরপ্রদেশের লখনউতে তিনি জন্মগ্রহণ করেন। পাইলট হিসেবে শুভাংশু মোট ২০০০ ঘণ্টা আকাশে থেকেছেন। এদিকে গগনযান অভিযানের জন্যে মনোনীত হওয়ার পরে রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে ১ বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নেন শুভাংশু। ২০০৬ সালে তিনি ভারতীয় বায়ুসেনার অফিসার হিসেবে কমিশন পান। তিনি যুদ্ধবিমানের টেস্ট পাইলট এবং কমব্যাট লিডার। সুখোই-৩০, মিগ ২১, মগ ২৯, জাগুয়ার, হক, ডর্নিয়ার সহ বিভিন্ন ধরনের বিমান চালানোর অভিজ্ঞতা আছে তাঁর। ২০২৪ সালে শুভাংশু শুক্লাকে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়।

error: Content is protected !!