
কানাডায় খুন ভারতীয় নাগরিক!
কানাডায় ছুরি মেরে খুন করা হল এক ভারতীয় নাগরিককে। সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনা ওটাওয়া শহরের রকল্যান্ড এলাকার। কানাডার ভারতীয় দূতাবাস এই ঘটনার খবর দিয়ে জানিয়েছে, তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগে আছে। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, “ওটাওয়ার কাছে রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের ছুরির আঘাতে মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মৃতের পরিবারকে সবরকম সহযোগিতা করছি।” কেন ছুরি মেরে খুন, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম শুধু একজনের মৃত্যু এবং আর একজনের আটক হওয়ার খবর জানিয়েছে। পুলিশ প্রশাসনও এখন পর্যন্ত চুপ। অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের তরফে রকল্যান্ড এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে, আপাতত ওই এলাকায় বাড়তি মাত্রায় পুলিশি গতিবিধি থাকবে।