ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট বিডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
তিনদিনের সফরে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার অন্যতম জনবহুল শহর ফিলাডেলফিয়ায় তিনি পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ফিলাডেলফিয়ায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। প্রবাসী ভারতীয় উষ্ণ অভ্যর্থনায় তিনি যে আপ্লুত, এক্স হ্যান্ডলে তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদি। প্রবাসী ভারতীয়দের সঙ্গে একাধিক ছবি এক্স হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন। তিনদিনের এই আমেরিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক ইস্যুতে আলোচনা করবেন তাঁরা। বাইডেনের সঙ্গে বৈঠক ছাড়াও কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদি।