খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামতির জের, হাওড়া-শিয়ালদহ সহ দেশ জুড়ে বাতিল ৩৯৪টি ট্রেন
আজ মঙ্গলবার ভারতীয় রেল মোট ৩৯৪টি ট্রেন বাতিল করেছে। গতকালও ৩৫৯টি ট্রেন বাতিল করা হয়। খারাপ আবহাওয়া এবং ট্র্যাক মেরামত ও নির্মাণ কাজের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট অনুসারে, আজ ৩৬১টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ৩৩টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। ১৭টি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।১৬টি ট্রেন তাদের নির্ধারিত রুটের পরিবর্তে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে যাত্রীবাহী, মেইল এবং এক্সপ্রেস ট্রেন।
আজ বাতিল করা প্রধান ট্রেনগুলির মধ্যে রয়েছে-
০৪০৩০ ফারুখনগর – দিল্লি সরাই রোহিল্লা,
০৪০৪১ দিল্লি সরাই রোহিল্লা – ফারুকনগর,
০০৪৬৯ হাওড়া জংশন – নতুন দিল্লি,
০১৬১৮ শামলি – দিল্লি,
০৪২৪৫ প্রয়াগরাজ সঙ্গম – জৌনপুর,
০৪৪২৪ দিল্লি – ছরাখপুর,
০৪৪২৪ জিন্দপুর-৫৬,
২০১৮ ডেকার এসি আনন্দ বিহার টার্মিনাল – লখনউ,
হামসফার এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – গোরখপুর,
ঝাড়খন্ড এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – হাতিয়া এবং ১৪০০৬ লিচ্ছাভি এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – সীতামারহি।
এদিন হাওড়া থেকে একগুচ্ছ লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া থেকে আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে-
১) ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস।
২) ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস।
৩) ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস।
৪) ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
৫) ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস।
৬) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস।
৭) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস।
৮) ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস।
৯) ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস।
১০) ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস।
১১) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। তাছাড়াও কয়েকটি হাওড়া-বারুইপাড়া লোকাল, হাওড়া-চন্দনপুর লোকাল, হাওড়া-হরিপাল লোকাল, হাওড়া-সিঙ্গুর লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল, হাওড়া-আমতা, হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড লাইন), হাওড়া-বর্ধমান (ভায়া মেন লাইন) লোকালও বাতিল করা হয়েছে।
শিয়ালদা থেকে আজ বাতিল করা হয়েছে –
১) ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস।
২) ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা এক্সপ্রেস।
৩) ০৩১১১ শিয়ালদা-গোডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
৪) ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদা-নৈহাটি লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বর্ধমান-সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে আরও অনেক বাতিল করে দিয়েছে ভারতীয় রেল।