রেলওয়ে ট্র্যাক মেরামত এবং অন্যান্য সমস্যার জেরে বাতিল ১০৮টি ট্রেন, ছট উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

রেলওয়ে ট্র্যাক মেরামত এবং অন্যান্য কিছু সমস্যার কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার কথা জানানো রেল কর্তৃপক্ষের। আজ, বুধবার, ২৬ অক্টোবর মোট ১০৮টি ট্রেন বাতিল থাকবে। যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন থেকে মেল ​​এবং এক্সপ্রেস, সবই রয়েছে। শুধু তাই নয়, অনেক ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেনকে অন্য রুটে চালানো হবে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে নিজের ট্রেনের অবস্থা দেখে তবেই বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে। রেলের তরফে জানানো হয়েছে, আজ ৯০টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এগুলো ছাড়াও ১৮টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ২১টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ৮টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এখন অনলাইনেই দেখতে পাওয়া যাবে কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন ট্রেনকে অন্য রুটে চালানো হচ্ছে। ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি-এর ওয়েবসাইটে বাতিল, সময়সূচী পরিবর্তন এবং রুট পরিবর্তন করা ট্রেনগুলোর তথ্য দেওয়া হয়েছে। রেলওয়ের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes বা আইআরসিটিসি-এর ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/ লিঙ্কে গিয়ে যে কোনও ট্রেনের অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

কী ভাবে খুঁজে পাওয়া যাবে বাতিল ট্রেনের তালিকা :

১) বাতিল ট্রেনের তালিকা দেখতে প্রথমে enquiry.indianrail.gov.in লিঙ্কে যেতে হবে।

২) এখানে এক্সসেপশনাল ট্রেন অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর বাতিল, সময়সূচী পরিবর্তন এবং রুট পরিবর্তন করা ট্রেনের তালিকায় ক্লিক করতে হবে।

৪) এবার পাওয়া যাবে ট্রেন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য।

তবে ছট উপলক্ষে চলবে বিশেষ ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ডিব্রুগড়-গোরখপুর এবং নিউ জলপাইগুড়ি-গোরখপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে ছট পুজোর জন্য যাত্রীদের অতিরিক্ত ভিড় কিছুটা কমানো যায়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে-র (এনএফআর) এক মুখপাত্র বলেছেন যে, এই দুটি বিশেষ ট্রেনে ২০টি করে কোচ থাকবে। প্রথমে ট্রেনটি ২৭ অক্টোবর সন্ধ্যা ৭.২৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে এবং ২৯ অক্টোবর সকালে গোরখপুর পৌঁছাবে। অন্য দিকের ট্রেনটি গোরখপুর থেকে ১ নভেম্বর ৭.৫০ মিনিটে ছেড়ে যাবে এবং পরের দিন সকল ৮.৫০ মিনিটে অসমের ডিব্রুগড় পৌঁছবে।

error: Content is protected !!