
দিল্লি ডিভিশনের ট্রেনে এবার মায়েদের জন্য রাখা হবে বেবি বার্থ
মাতৃ দিবসে মায়েদের জন্য রেলের বিশেষ উদ্যোগ। শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মা যাতে ট্রেনের বার্থে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, এবার সেই ব্যবস্থা করল উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশন। এই প্রথম দিল্লি ডিভিশনে ট্রায়াল হিসেবে কয়েকটি নির্দিষ্ট দূরপাল্লার ট্রেনে চালু হল বেবি বার্থ । লখনউ রেলওয়ের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার থেকে এই নিয়ম চালু করেছে লখনউ রেল। আসলে নীচের বার্থে এক্সট্রা বার্থ জুড়ে দেওয়া হয়েছে। এটি একটি ছোট বার্থ। এই বার্থটিকে বেবি বার্থ বলা হয়। ছোটদের জন্যই এই বিশেষ বার্থের ব্যবস্থা। যে মহিলারা বাচ্চাদের নিয়ে যাত্রা করেন তারা নানা সমস্যার মধ্যে পড়েন, তাঁদের এবার দারুণ সুবিধা হবে। এতদিন বাচ্চাকে নিয়ে একই বার্থে শুতে সমস্য়ায় পড়তেন মায়েরা। এবার থেকে এক আসনে তাঁদের আর সমস্যায় পড়তে হবে না। পাশাপাশি বার্থের পাশে একটি স্টপারও দেওয়া হয়েছে। যাতে ছোট বাচ্চা ঘুমোতে গিয়ে নীচে না পড়ে যায়। আবার এই বার্থটি ভাঁজ করে রাখা যায়। ফলে প্রয়োজন অনুযায়ী এই সিট নামানো বা ওঠানো যাবে। মনে রাখতে হবে, কেবলমাত্র নীচের বার্থের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের বগিতে ১২, ১৭ ইত্যাদি নিচের সিটে এই সুবিধা পাওয়া যাবে। লখনউ DRMO টুইট করে এই তথ্য জানিয়েছেন। এখনও অবধি, একটি মাত্র ট্রেনের একটি বগিতেই এই বার্থ ইনস্টল করা হয়েছে। এতে কেমন ফিডব্যাক পাওয়া যায়, তা দেখে নিয়ে রেল কাজ করতে পারে। এখনও রেলের তরফে কী ভাবে এটি বুক করা যায়, সে প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। আপাতত পর্যালোচনার জন্যই এই বার্থ জুড়ে দেওয়া হয়েছে।
Happy Mother's Day.
— DRM Lucknow NR (@drm_lko) May 8, 2022
A baby berth has been introduced in Coach no 194129/ B4, berth no 12 & 60 in Lucknow Mail, to facilitate mothers traveling with their baby. Fitted baby seat is foldable about hinge and is secured with a stopper. @AshwiniVaishnaw @RailMinIndia @GM_NRly pic.twitter.com/w5xZFJYoy1