আমেরিকার ওয়াশিংটনে স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী ভারতীয় প্রযুক্তিবিদ

 আমেরিকার ওয়াশিংটনে স্ত্রী ও এক সন্তানকে গুলি করে খুন। পরে আত্মঘাতী ভারতীয় প্রযুক্তিবিদ। মৃত হর্ষবর্ধন কিক্কেরি (৫৭) ছিলেন হোলওয়ার্ল্ড নামে এক রোবোটিক্স কোম্পানির সিইও। সংস্থার হেড কোয়ার্টার কর্ণাটকের মাইসুরুর বিজয়নগরে। তাঁর স্ত্রীর নাম স্বেতা পানিয়াম। ১৪ বছরের বড় ছেলের মৃত্যু হলেও বরাত জোরে বেঁচে গিয়েছে আর এক সন্তান (৭)। কারণ ঘটনার সময় সে বাড়ির বাইরে ছিল। তবে কী কারণে এই খুন ও আত্মহত্যার ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় পুলিস। ঘরের মধ্যে থেকে মৃত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার করা হয়। এনিয়ে এক প্রতিবেশী জানিয়েছেন, কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না হর্ষবর্ধন ও তাঁর পরিবার। কিন্তু হঠাৎ করে কেন এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তা বুঝে উঠতে পারছেন না। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

error: Content is protected !!