
এবার ভারোত্তোলনে রুপো জিতলেন বিকাশ ঠাকুর
কমনওয়েলথ গেমসে আরও একটি পদক ভারতের ৷ এবারেও পদক এল ভারোত্তোলনে ৷ পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপো জিতেছেন বিকাশ ঠাকুর ৷ মোট ৩৪৬ কেজি ওজন তুলেছেন তিনি ৷ স্ন্যাচে ১৫৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে ১৯১ কেজি ওজন তোলেন বিকাশ ঠাকুর ৷ এই মুহূর্তে ভারতের ঝুলিতে মোট ১৩টি পদক রয়েছে ৷ যার মধ্যে ৫টি সোনা ও রুপো এবং ৩টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ৷ তবে, ভারতের হয়ে কমনওয়েলথে ধারাবাহিকভাবে পদক জিতে আসছেন বিকাশ ঠাকুর ৷ ২০১৪ সালে তিনি প্রথমবার রুপো জেতেন ৷ ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে ব্রোঞ্জ জেতেন তিনি ৷ এবার বার্মিংহামে ফের একবার রুপো জিতলেন বিকাশ ঠাকুর ৷