বড়সড় দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান

বড়সড় দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগোর বিমান। কলকাতা এয়ারপোর্টে অবতরণের সময় পড়ে দুর্ঘটনায়। বরাত জোরে রক্ষা। অবতরণের সময় প্লেনের পেছনের ভাগ ধাক্কা খায়। গত ২ জানুারি ঘটেছে ঘটনাটি। আজ বুধবার বিবৃতি প্রকাশ করে গোটা ঘটনাটি স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, ঢাকা থেকে কলকাতাগামী, বিমান নম্বর ৬ই ১১৪ এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে নামার সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। মাটি ছোঁয়ার সময় মাটিতে ধাক্কা খায়। ঘষে যায় বিমানের লেজের অংশ। অনুমান, বিমানের থেকে কোনও যন্ত্রাংশ খসে পড়েছিল। বিমানের ক্ষতির ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হচ্ছে। এখানে পিছনের প্রান্তে উল্লেখযোগ্য স্ক্র্যাপিং দেখা গিয়েছে। বিমানটি ঢাকা থেকে আসছিল বলে জানা গিয়েছে।  বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। যদিও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থা। বিমানকর্মী সহ সমস্ত যাত্রীরাই সুরক্ষিতভাবে বিমান থেকে অবতরণ করেন।  কেন এই দুর্ঘটনা তা জানতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চলছে তদন্ত। মেরামতির জন্য বিমানটিকে কলকাতা এয়ারপোর্টে রাখা হয়েছে।ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

error: Content is protected !!