মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের ইমিরের সঙ্গে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানি, যোগ দেবেন নৈশভোজেও

পশ্চিম এশিয়ার তিন দেশ সফরে বেরিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর সঙ্গে দেখা করার জন্য কাতারে এলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। দোহায় লুসেইল প্রাসাদে সে দেশের আমিরের দেওয়া সরকারি নৈশভোজেও যোগ দেবেন তিনি। গত জানুয়ারিতে দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী নীতা অম্বানীর সঙ্গে হাজির ছিলেন মুকেশ। সেই ছবি নেটে ছড়িয়ে পড়ায় তুঙ্গে ওঠে চর্চা। সে দিন নৈশভোজে মাত্র ১০০ জন নিমন্ত্রিতের তালিকায় ছিলেন মুকেশ-নীতা। তার পরে এ নিয়ে দ্বিতীয় বার ট্রাম্প-মুকেশের দেখা হল দোহায়। সংশ্লিষ্ট মহলের দাবি, এত ঘন ঘন সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। বিশেষত ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে। তবে সূত্রের দাবি, তাঁদের মধ্যে ব্যবসায়িক আলোচনার সম্ভাবনা নেই। সরকারি ভাবে অবশ্য এ নিয়ে মন্তব্য করেনি রিলায়্যান্স। তেল থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি, মুকেশের সংস্থার অনেক ব্যবসায়িক সিদ্ধান্তে আমেরিকার নানা আর্থিক নীতির প্রভাব রয়েছে। কাতারের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে রিলায়্যান্সের। তাদের রিটেল ব্যবসায় ১০০ কোটি ডলার ঢেলেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। এ দিকে ট্রাম্প পরিবারের সঙ্গেও সখ্যতা রয়েছে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশের।

error: Content is protected !!