
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভর্তি হাসপাতালে, দেখতে গেলেন শিক্ষামন্ত্রী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত ভর্তি রয়েছেন হাসপাতালে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। তবুও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উপাচার্যকে, এই দাবিতে সরব পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের আচরণে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাড়ির লোক যদি মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকতেন, এই দাবি করতে পারতেন কিনা পালটা প্রশ্ন তাঁর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, “যেভাবে হেনস্তা করেছে অকল্পনীয়। উপাচার্যকে কোনওরকম মানসিক চাপ দেওয়া যাবে না। তাঁর হার্টের অবস্থা ভাল নয়। সবপক্ষকে অনুরোধ করব জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন করা হয়।” এরপর নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে উষ্মাপ্রকাশ করেন ব্রাত্য। আরও বলেন, “ক্ষমা চাইতে হবে, এটা কী? তাদের বাড়ির লোক যদি মরণাপন্ন অবস্থায় থাকত? চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলছেন, আইসিইউয়ের বেড থেকে উঠে গিয়ে যদি ক্ষমা চাইতে হবে? কী পরিমাণ নৈরাজ্য, অসহিষ্ণুতা। মুক্তাঞ্চল হয়ে গিয়েছে।” বলে রাখা ভালো, চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, “উপাচার্যের আগের চেয়ে শারীরিক পরিস্থিতি একটু ঠিক হয়েছে। কিন্তু স্থিতিশীল বলা যাবে না। উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। ২০১৫ সালে উপাচার্যের একটি স্ট্রোক হয়েছিল। স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কোনও ঘেরাও, মিছিল, উত্তেজনা নয়। শান্ত পরিসরে না থাকলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন।”