ইডেনে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো

আইপিএল ঘিরে তুঙ্গে উন্মাদনা। রবিবার ‘যুদ্ধ’তে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। রাজ্যের ভিড় উপচে পড়বে ইডেনে। তাই ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে বাড়তি সুবিধা দিচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। মেট্রো বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে দু’টি মেট্রো। একটি যাবে কবি সুভাষ পর্যন্ত। অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। গন্তব্য স্থলে মেট্রো দু’টি পৌঁছবে ১২টা ৪৮ মিনিট নাগাদ। জানা গিয়েছে, এসপ্ল্যানেডে খোলা থাকবে সব টিকিট কাউন্টার। মেট্রো দাঁড়াবে সমস্ত স্টেশনে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, ক্রীড়াপ্রেমীদের সুবিধার্থেই এই উদ্যোগ।

error: Content is protected !!