করোনার জের, স্থগিত হয়ে গেল আইপিএল

করোনা অতিমারি আইপিএলে থাবা বসানোয় এই মরশুমের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল৷  আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা এই খবর জানিয়ে দিয়েছেন৷ এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷