ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হতেই ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫

ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হতেই ফের আইপিএল শুরুর প্রতীক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা । গত ৯ মে স্থগিত ঘোষণা হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ কবে শুরু হচ্ছে, তা নিয়ে বিভিন্ন রিপোর্ট সামনে আসছিল । দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করতে গত ২৪ ঘণ্টা ধরে দফায়-দফায় বৈঠক সারে আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই । শেষমেশ সোমবার রাতের দিকে আইপিএল পুনরায় শুরুর দিনক্ষণ ঘোষিত হল । আটদিন বন্ধ থাকার পর আগামী ১৭ মে পুনরায় শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ । টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন । আইপিএলে বাকি 17টি ম্যাচের মধ্যে গ্রুপ পর্বের অবশিষ্ট ১৩টি ম্যাচের ভেন্যু ঘোষিত হলেও প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করেনি বোর্ড । আগামী ১৭ মে বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অবশিষ্ট আইপিএল । ২৭মে এলএসজি বনাম আরসিবি দ্বৈরথ দিয়ে শেষ হচ্ছে আইপিএলের গ্রুপ পর্ব । যে ম্যাচটি অনুষ্ঠিত হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে । বাকি ম্যাচগুলির জন্য ছ’টি ভেন্যু স্থির করা হলেও সেই তালিকায় নেই কলকাতা । তাই ফাইনাল ‘সিটি অফ জয়ে’ প্রাথমিকভাবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েই গেল । গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য যে ভেন্যুগুলি বেছে নেওয়া হয়েছে সেগুলি হল- বেঙ্গালুরু, লখনউ, দিল্লি, জয়পুর, মুম্বই এবং আমেদাবাদ । আগামী ১৮ এবং ২৫ মে (রবিবার) ডাবল-হেডার রাখা হয়েছে গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য । গত 8 মে ধরমশালায় মাঝপথে বাতিল ঘোষণা করা পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 24 মে । বোর্ডের তরফে এক বিবৃতিতে সোমবার জানানো হয়েছে কেন্দ্র, বিভিন্ন নিরাপত্তা এজেন্সি এবং সর্বোপরি সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই সবকিছু চূড়ান্ত করা হয়েছে ।

error: Content is protected !!