
ইরানের তেহরান স্টেশনে হিজাব-বিরোধী প্রতিবাদীদের গুলি করল পুলিশ!
হিজাব-বিরোধী প্রতিবাদে উত্তাল ইরান। প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলছে প্রতিবাদীদের। এই আবহেই প্রকাশ্যে এল নিরাপত্তা বাহিনীর নির্মম চেহারা। তেহরান মেট্রো স্টেশনে ভিড় লক্ষ্য করে গুলি ছুড়ল তারা। এই ঘটনা বুধবার রাতের। রাজধানীর মেট্রো স্টেশনে মাথা ঢাকা স্কার্ফ জ্বালিয়ে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন প্রতিবাদীরা। সেই সময়েই আক্রমণ চালায় নিরাপত্তা বাহিনী। মাহসা আমিনির মৃত্যুর পর তিন মাস হতে চলল।