মার্কিন বাহিনীর হানা, ধরা পড়ার আগেই সপরিবারে আত্মঘাতী আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরেইশি

মার্কিন বাহিনীর হাতে ধরা পড়া অবধারিত বুঝতে পেরেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলেন আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরেইশি ৷ উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের এই ঘটনায় আইএস প্রধান আবু ইব্রাহিম ছাড়াও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে৷ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ৷ আবু ইব্রাহিমের মৃত্যু আইএস জঙ্গি গোষ্ঠীর কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা৷ ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, মার্কিন সেনার হাত ধরেই এই সাফল্য এসেছে ৷ আইএস প্রধানের মৃত্যু নিয়ে একাধিক টুইটও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ সেখানে তিনি লিখেছেন, “আমার নির্দেশে গত রাতে মার্কিন সেনা সফল সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ৷ আমাদের বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ ৷ আমরা আইসিস প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশিকে খতম করেছি ৷” অন্য আরেকটি টুইটে আইএস প্রধানকে গোটা বিশ্বের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷

error: Content is protected !!