ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত ভাঙড়, একাধিক গাড়িতে আগুন, আহত ১৭ জন পুলিশকর্মী

অশান্ত ভাঙড় ! পুলিশের সামনেই ভাঙা হয় গাড়ি ৷ আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাইকেও ৷ সেই সঙ্গে, পুলিশের উপরও হামলা চালানো হল ৷ ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ৷ আইএসএফ কর্মীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে ৷ সেই নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ে ৷ সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে ৷ অভিযোগ, বিকেলে বাসন্তী হাইওয়ের কাছে উত্তর কাশিপুর থানার অন্তর্গত শোনপুর বাজার এলাকায় উপস্থিত পুলিশের উপর হামলা করেন বিক্ষোভকারীরা ৷ কলকাতা পুলিশের সামনেই রীতিমতো তাণ্ডব চালান বিক্ষোভকারীরা ৷ পুলিশের একাধিক বাইক ও ভ্যানে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি, উপস্থিত পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টিও হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ ঘটনায় প্রায় ১৭ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাও আরও পুলিশকর্মীদের পাঠান হয় ৷ এই বিষয়ে এক আক্রান্ত পুলিশকর্মী বলেন, “সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা পুলিশকর্মীদের এলাকায় মোতায়েন করা হয় । তবে, বিকেল হতেই বিক্ষোভকারীরা পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠেন ৷ আমাদের লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন । ইটের আঘাতে আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন । এমনকী, বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির ভাঙচুর চালায় এবং তাতে আগুনও লাগিয়ে দেন ।” এদিন সকালে বাসন্তী হাইওয়ের উপর পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেওয়ায়, তা ভাঙার চেষ্টা করেন তাঁরা ৷ এরপর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিক্ষোভকারীদের ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করেন পুলিশকর্মীরা ৷ ঘটনায় কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ ৷ পুলিশের পাল্টা অভিযোগ, তাঁদেরকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় ৷ তবে, শুধু ভাঙড়ে নয় ৷ ওয়াকফের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় মৌলালির রামলিলা ময়দানেও ৷

error: Content is protected !!