
আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিল পাকিস্তান
জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে পারে ভারত ৷ এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার ৷ এই পরিস্থিতিতে নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করল পাকিস্তান ৷ পাক-গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফট্যানেন্ট জেনারেল মহম্মদ আসিম মালিক এখন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাবেন ৷ এর আগে কোনওদিন আইএসআই-এর প্রধান হিসেবে কর্মরত কাউকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আনেনি পাকিস্তান ৷ এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্যাবিনেটের সুরক্ষা বিষয়ক কমিটি ৷ এরপরই পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার দাবি করেন, হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত ৷ পাশাপাশি, পহেলগাঁওয়ে হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলেছে বলেও দাবি করেন শেহবাজ মন্ত্রিসভার এই সদস্য ৷ তিনি আরও বলেন, “পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদে জর্জরিত ৷ সবসময় আমরা যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করেছি ৷ ইসলামাবাদ বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্ত চেয়েছে ৷ নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন এই ঘটনার তদন্ত করুক ৷ ভারত তদন্ত থেকে পালিয়ে যুদ্ধের রাস্তায় হাঁটছে ৷” এমনই আবহে নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করল শাহবাজ শেরিফের সরকার ৷ পাকিস্তানের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কয়েকটি বড় পরিবর্তন করেছে ভারতও ৷ বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ড, এনএসএবি)-এ বড় রদবদল করে মোদি সরকার ৷ এনএসএবি-র নয়া চেয়ারম্যান হলেন রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং-এর (র) প্রাক্তন প্রধান অলোক জোশি ৷ এনএসএবি একটি উপদেষ্টা বোর্ড, যা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সরবরাহ করে থাকে ৷ এছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলির ব্যাপারেও নীতি প্রণয়ন নিয়ে প্রস্তাব করে এনএসএবি ৷