গাজায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান, দাবি ইজরায়েলের

গাজায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান । শুক্রবার এই দাবি করেছে ইজরায়েল। রয়টার্সএর প্রতিবেদন অনুসারেবৃহস্পতিবার দক্ষিণ গাজ়ায় নিহত হয়েছেন হামাসের সামরিক গোয়েন্দা সেনার প্রধান ওবামা তাবাস। ইজরায়েলের সেনার তরফে একটি বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছেওবামা তাবাস হামাস জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন। তবে এই নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য হামাসের তরফে করা হয়নি। উল্লেখ্যমঙ্গলবার থেকে গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছে ইজ়রায়েল। এই আক্রমণ আরও তীব্র করা হবে বলেও জানিয়েছে ইজরায়েল। এই হামলায় ইতিমধ্যেই মারা গিয়েছেন ৬০০ জনের বেশি বলে দাবি করা হয়েছে গাজার সরকারের তরফে। ইতিমধ্যেই হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় গাজার সরকারের প্রধান ইসাম আল-দালিস-সহ গাজা সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তার মৃত্যু হয়েছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরের ইজরায়েলি বিমান হামলায় গাজ়ার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার ডিরেক্টর জেনারেল বাহজাত আবু সুলতানেরও মৃত্যু হয়েছে।

error: Content is protected !!