করোনায় আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী, বাতিল ভারত সফর

করোনায় আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। যার জেরে ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারত সফরে বাধা পড়ল। ফলে এই মুহূর্তে ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতে আসছেন না। ভারত সফরের আগে করোনায় আক্রান্ত হন ইজরায়েলের প্রধানমন্ত্রী। .তার জেরেই নাফতালি বেনেটের ভারত সফর বাতিল করা হয় বলে খবর।

https://twitter.com/PTI_News/status/1508697724522274816
error: Content is protected !!