
ইজরায়েলি তরুণীকে গণধর্ষণ কাণ্ডে ধৃত দুই অভিযুক্ত
ভারতে বেড়াতে এসে ফের গণধর্ষণের শিকার হলেন বিদেশি পর্যটক। এবার কর্ণাটকে বছর ২৭ বয়সি এক ইজরায়েলি তরুণীকে তিনজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর সঙ্গেই স্থানীয় হোমস্টের মালকিনকেও গণধর্ষণ করে দুষ্কৃতীরা। খালে ঠেলে ফেলে দেওয়া হয় পর্যটক দলের তিন পুরুষ সদস্যকেও। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হাম্পির কাছে গত বৃহস্পতিবার রাতের এই ঘটনা জানাজানি হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তুমুল হইচই। এই ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছর মার্চ মাসে স্বামীর সঙ্গে বেড়াতে এসে ঝাড়খণ্ডের দুমকায় গণধর্ষণের শিকার হয়েছিলেন এক স্প্যানিশ পর্যটক। সে সময়ও দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতের খাওয়াদাওয়া সেরে সানাপুরের কাছে হোমস্টের সামনে তুঙ্গভদ্রা নদীর পাড়ে রাতের আকাশের রূপ দেখতে বেরিয়েছিলেন এক মহিলা সহ পর্যটক দলের চারজন সদস্য। তাঁদের সঙ্গে ছিলেন হোমস্টের মালকিন বছর ২৯ বয়সি এক তরুণীও। প্রথমে দলের তিন পুরুষ সদস্যের উপরে চড়াও হয় বাইক চড়ে আসা তিন দুষ্কৃতী। তাঁদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। এরপর তারা টার্গেট করে দুই মহিলাকে। মার্কিন যুবক ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ সাঁতরে পাড়ে উঠলেও ডুবে যান বিভাস নামে অপর পর্যটক। আজ, শনিবার সকালে ওড়িশার বাসিন্দা ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। অপরদিকে, স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিতাদের। তবে চাইলে তাঁদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে পুলিস জানিয়েছে। অন্যদিকে, অভিযোগ পাওয়ার পরে গণধর্ষণ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।