সূর্যের অভিমুখে যাত্রা সম্পন্ন করল ইসরোর আদিত্য এল-১

সূর্যের অভিমুখে যাত্রা সম্পন্ন করল ইসরোর আদিত্য এল-১ স্যাটেলাইট। আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, আদিত্যে থাকা অ্যাসপেক্স (আদিত্য সোলার উইন্ড পার্টিকাল এক্সপেরিমেন্ট) তার কাজ শুরু করে দিয়েছে। স্যাটেলাইটে থাকা পেলোডের আরও একটি যন্ত্র সচল করা হয় আজকে। সব যন্ত্রগুলি ইতিমধ্যেই সূর্য থেকে রিডিং নেওয়া শুরু করেছে।

error: Content is protected !!