অফিসের ৭ তলা থেকে ‘ঝাঁপ’ নিউটাউনের তথ্য প্রযুক্তি কর্মীর

অফিসের সাততলা থেকে ঝাঁপ তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউটাউনে। মৃতের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য (৫০)। তিনি একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, এ দিন সকালে তিনি অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিয়েছিলেন। দুপুরের সময়ে হঠাৎই সাততলার ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তাঁর সহকর্মীরাও। এর পর তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।  জানা গিয়েছে, দ্বৈপায়ন প্রেসিডেন্সির প্রাক্তনী। কর্মজীবনেও প্রতিষ্ঠিত। কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা, নাকি অন্য কোনও কারণ? দ্বৈপায়নের সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। 

error: Content is protected !!