
ইস্তফা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি
ফ্রান্স, ব্রিটেনের পর এবার ইতালি । প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন মারিও দ্রাঘি। জোটসঙ্গীদের ওপর আস্থা হারিয়েছেন তিনি। সেই কারণেই এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই ইস্তফা দিলেন দ্রাঘি। প্রসঙ্গত, গত ১৫ জুলাই মারিও দ্রাঘি ইস্তফা দিয়েছিলেন। তবে তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লা গ্রহণ করেননি। অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ আজ সংসদে ভাষণ দিতে গিয়ে দ্রাঘি জানান, জোটসঙ্গীদের ওপর ভরসা নেই তাঁর। তাই এই পরিস্থিতিতে নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। ২০২১ সালে থেকেই দ্রাঘির জোট সরকার চলছিল। তবে পরবর্তীতে দ্রাঘির একটি প্রস্তাবিত আর্থিক প্যাকেজ নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে জোটসঙ্গী ফাইভ স্টার মুভমেন্ট। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। শেষে জোটসঙ্গীদের ওপর আস্থা হারায় দ্রাঘি। জানা গিয়েছে, বুধবারই ইতালির জোট ভেঙে পড়ে। দ্রাঘির প্রধান তিনজন জোটসঙ্গী একটি আস্থা ভোট বাতিল করেন। তারপরই এদিন নিজের দায়িত্ব থেকে সরে আসেন দ্রাঘি।