
যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল যাদবপুর থানার পুলিশ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েবকুমার একটি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু। শিক্ষা মন্ত্রীর গাড়ি ধরে বিক্ষোভ করে এখানকার ছাত্রছাত্রীরা। পাশাপাশি তার গাড়ির ঢাকায় একজন ছাত্র আহত হয়। ছাত্র আহত থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করার মতো ঘটনা ঘটে যাদবপুর ক্যাম্পাসে। আর সেই দিনের ঘটনায় সৃজন ভট্টাচার্যের কাছে কী ভিডিয়ো এবং ছবি রয়েছে, তা জানার জন্য আজ সন্ধ্যা 6টা নাগাদ তাঁকে যাদবপুর থানার পুলিশ তাকে তলব করেছে। সেদিন যাদবপুর ক্যাম্পাসে কী কী হয়েছিল এবং সৃজন ভট্টাচার্যের কাছে সঠিক কী কী তথ্য রয়েছে তা জানার জন্য তাকে তলক করা হয়েছে বলে লালবাজার সুত্রের খবর। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “এই ঘটনায় যে সকল অভিযোগ দায়ের হয়েছে সেই সকল বিষয়ে তদন্তের জন্যই তাকে তলব করা হয়েছে। যদিও এই বিষয় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ আছে, সে সব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে 6টায় যাদবপুর থানায় যাব।” ইতিমধ্যেই যাদবপুর থানার পুলিশ সৃজনকে এই বিষয়ে জিজ্ঞাসাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে গত শনিবার যে ঘটনা ঘটে তার জন্য স্থানীয় থানায় একাধিক অভিযোগ হয়েছে। সুজন ভট্টাচার্যের কাছ থেকে মূলত পুলিশ যে বিষয়গুলি জানার চেষ্টা করবেন তা হল, যাদবপুর বিশ্ববিদ্যালয় গত শনিবার সঠিক কী ঘটনা ঘটেছিল? ঘটনাটি ঘটেছিল, নাকি ঘটানো হয়েছিল? যদি ঘটনাটি ঘটানো হয়ে থাকে, তাহলে সেটি কারা করেছিল? সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় কারা কারা উপস্থিত ছিল? এই রকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার একটি সমাবেশকে কেন্দ্র করে ব্রাত্য পশুর গাড়ির উপরে উঠে পড়েন ছাত্র-ছাত্রীরা। এরপর তার গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, ছাত্রছাত্রীদের তরফ থেকে অভিযোগ করা হয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য পশুর গাড়ি এক ছাত্রকে ধাক্কা মেরেছে। গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে কার্যত অচলাবস্থা নেমে আসে।