ক্যাম্পাসে ফিরলেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত

17 দিন পর ক্যাম্পাসে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত । অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের করিডরে ক্লাস করতে দেখা গেল পড়ুয়াদের ৷ সিনিয়র ছাত্ররা জুনিয়রদের ক্লাস নিলেন এদিন ৷ অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করার পরেই উপাচার্য জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চাইলে তিনি অবশ্যই তাঁদের সময় দেবেন । তিনি বলেন, “আমার শরীর আগের থেকে ভালো বলে চিকিৎসক আজ আসার অনুমতি দিয়েছেন । আমি এসে সকলের সঙ্গে কথা বলছি ৷ প্রয়োজন পড়লে অবশ্যই বৈঠক ডাকব । আউটপোস্টের জন্য পুলিশকে জমি দেওয়ার বিষয়টা আমার একার ওপর নেই । তার জন্য ইসি বৈঠক ডাকতে লাগবে ৷ ইসি বৈঠক ডাকতে গেলে আমার অর্থাৎ অস্থায়ী উপাচার্যের সরকারি অনুমতি লাগে । সেই সব দিক দেখা হবে ।” বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অচলাবস্থা নেই বলেই দাবি করেন উপাচার্য। তিনি বলেন, “ক্লাস হচ্ছে, পরীক্ষাও চলছে । নির্বাচন প্রসঙ্গে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে । সরকারের কাছে অনুমতি আগেও চেয়েছি । রাষ্ট্র বিরোধী কাজ কখনোই সমর্থন করি না । নিরাপত্তা বাড়ানো ছাড়া আমাদের আপাতত করার কিছু নেই । আমরা নিরাপত্তা বাড়াব । সিসিটিভি বাড়ানো ছাড়াও আরও বেশ কিছু ভাবনা আছে নিরাপত্তা নিয়ে ।”

error: Content is protected !!